• অধ্যায় ২২: ভগবানের বলিকে সুতললোক প্রদান

  • Oct 26 2024
  • Length: 9 mins
  • Podcast

অধ্যায় ২২: ভগবানের বলিকে সুতললোক প্রদান

  • Summary

  • শ্রীমদ্ভাগবত পুরাণের অষ্টম স্কন্ধের ২২তম অধ্যায়ে, বলি মহারাজ এর আত্মসমর্পণের কাহিনী বর্ণিত হয়েছে। এই অধ্যায়ে বলি মহারাজ তার সমস্ত সম্পত্তি এবং জীবন ভগবান বিষ্ণুর বামন অবতারের কাছে সমর্পণ করেন। বলি মহারাজ যখন তার প্রতিশ্রুতি অনুযায়ী তিন পা জমি দান করেন, তখন বামনদেব তার দুই পা দিয়ে সমগ্র পৃথিবী এবং স্বর্গ অধিকার করেন। তৃতীয় পা রাখার জন্য স্থান না থাকায়, বলি মহারাজ তার মাথা পেতে দেন। ভগবান বিষ্ণু বলি মহারাজের এই আত্মসমর্পণ এবং ভক্তি দেখে তাকে পাতাল লোকের রাজা হিসেবে আশীর্বাদ করেন এবং তার সমস্ত পাপ মুক্ত করেন। এই অধ্যায়ে বলি মহারাজের ভক্তি, আত্মসমর্পণ এবং ভগবানের করুণা ও দয়া সুন্দরভাবে ফুটে উঠেছে। এটি আমাদের শেখায় যে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং ভক্তি আমাদের জীবনের সমস্ত বাধা দূর করতে পারে এবং আমাদের মুক্তি দিতে পারে।

    Watch this video also: কৃষ্ণের ছবি থাকা জপ থলি ব্যবহার করলে কি অপরাধ হয়? Deboprio Sarkar. https://youtu.be/xYZy9W_kIBk?feature=shared

    Show more Show less

What listeners say about অধ্যায় ২২: ভগবানের বলিকে সুতললোক প্রদান

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.