• Bangla Tangla Kobita (বাংলা টাংলা) | অপূর্ব দত্ত | Apurba Dutta | মন্দিরা সাহা
    Sep 21 2023

    কবিতা - বাংলা টাংলা কবি - অপূর্ব দত্ত আবৃত্তি - মন্দিরা সাহা Poetry - Bangla tangla Poet - Apurba Dutta Recitation - Mandira Saha বাংলা-টাংলা -অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল- কোন পেপারে কত নম্বর পেলে ? হিষ্ট্রিতে মম, এইটি ফোর ম্যাথসে নাইন জিরো। মা বলল- ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন, ইংরেজীতে নাইনটি টু অল টুগেদার ফাইন। জিয়োগ্রাফি পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড, ডুবিয়ে দিল বেংগলিই ভেরি পুয়োর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে- নেভার মাইন্ড, বেংগলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বংগমাতার কণ্যে, বাংলা-টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল - চুপ করো তো ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেংগলিটা পড়ায় না ইংলিশে ?

    Show more Show less
    1 min
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup